Skip to main content

অবদান প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতি

বাংলাদেশের নাটোর জেলায় কর্মরত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)

Skip Menu

স্বপ্ন (ভিশন)

একটি একীভূত সমাজ যেখানে প্রতিবন্ধী নারী-পুরুষ অপ্রতিবন্ধী নাগরিকের মতো সমঅধিকার, সমমর্যাদা ও সম্ভাবনা বিকাশের পর‌্যাপ্ত সুযোগ থাকবে।


লক্ষ্য (মিশন)

সমবায়ের ভিত্তিতে সকল প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক উন্নয়ন ও সার্বিক মঙ্গলের উদ্দ্যেশ্যে স্বেচ্ছা প্রণোদিত হয়ে সহযোগিতার ভিত্তিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নের জন্য একীভুত বা সংঘবদ্ধ হওয়া এই সংস্থার লক্ষ্য।

এসডিজি অর্জন

যে সকল টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করছি:

লক্ষ্য ১: দারিদ্র বিমোচন
লক্ষ্য ২: ক্ষুধা মুক্তি
লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ
লক্ষ্য ৪: মানসম্মত শিক্ষা
লক্ষ্য ৫: নারীপুরুষের সমতা
লক্ষ্য ৮: যথোপযুক্ত কর্ম
লক্ষ্য ১৩: জলবায়ু পরিবর্তন
লক্ষ্য ১৬: শান্তি ও ন্যায্যতা

গুরুত্বপূর্ণ তথ্যসূত্র

জাতীয় আইন ও নীতিমালা

টেকসই উন্নয়ন লক্ষ্য

প্রতিবন্ধিতা:

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)

অনলাইনে শেখা

তথ্যসমূহ